দেখুন, দোলের দিন থেকে সাড়ম্বরে দুর্গাপুজো হুগলির শ্রীরামপুরের পঞ্চাননতলায়

কথা প্রসঙ্গে আমরা বলেই থাকি, দোল-দুর্গোত্সব। কিন্তু দোলের দিন তো আর সত্যিই দুর্গাপুজো হয় না। তবে বিরল নজির রয়েছে হুগলির শ্রীরামপুরের পঞ্চাননতলায়। সেখানে দোলের দিনই শুরু হয় দুর্গাপুজো। দশভুজা পূজিতা হন মহিষ মর্দিনী রূপে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পরিবর্তে সঙ্গে থাকে দুর্গার সঙ্গে থাকে দুই সখী, জয়া আর বিজয়া। এবার ২১৫ বছরে পা দিল এই দোল-দুর্গোত্সব। শ্রীরামপুরের দে পরিবারের হাত ধরে পুজো শুরু হলেও, বর্তমানে শ্রীরামপুর টাউন ক্লাব এই দুর্গাপুজোর উদ্যোক্তা। ভোগ রান্না থেকে পুজোর আয়োজন, সবেতেই সামিল এলাকার বাসিন্দারা। চারদিন ধরে একসঙ্গে চলে খাওয়াদাওয়া। দোলের দিন প্রতিমার পায়ে শুরু হয় আবির খেলা। দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ এই পুজোয় যোগ দেন। দোল উপলক্ষে বের হয় শোভাযাত্রাও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola