'Suvendu Adhikari-র সঙ্গেই ছিলাম, আছি, থাকব', মেদিনীপুরের পুর-প্রশাসক পদ থেকে অপসারণের পরে মন্তব্য Pranab Basu-র
Continues below advertisement
Suvendu Adhikari-র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। TMC-র তরফ থেকে জানানো হয়েছে, তিনি এখনও দলের নেতা। বৃহস্পতিবার রামনগরের সভা থেকে পরিবহন মন্ত্রীও একই সুরে কথা বলেছিলেন। জল্পনার মাঝেই মেদিনীপুর পুরসভার প্রশাসক পদ থেকে অপসারণ করা হল Pranab Basu-কে। তিনি শুভেন্দুর অনুগামী বলেই পরিচিত। বদলে তিন সদস্যের কমিটিকে পুরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে রয়েছেন পুরসভার বিদায়ী কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী, খড়গপুরের TMC বিধায়ক দীনেন রায় ও মেদিনীপুরের TMC বিধায়ক মৃগেন মাইতি। বাদ পড়ে প্রণববাবু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমার নেত্রী, তেমনই শুভেন্দু অধিকারী আমার ভাই। ওঁর সঙ্গেই দল করেছি। শুভেন্দু সঙ্গে ছিলাম, আছি, থাকবও। পাশাপাশি মহানেত্রী থাকবেন সবার উপরে। BJP-র অভিযোগ, এই ঘটনায় মেদিনীপুর শহরবাসী পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে, শুভেন্দুকে বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছেন অর্জুন সিংহ।
Continues below advertisement
Tags :
Pranab Basu Midnapore Municipality Bengal Election ABP Ananda LIVE Abp Ananda TMC Suvendu Adhikari