মাধ্যমিকে পাসের হারে নতুন রেকর্ড! মেধাতালিকায় জায়গা পেল না কলকাতার কোনও স্কুল
করোনা আবহে এবার মাধ্যমিকে সর্বকালীন পাসের রেকর্ড। মেধাতালিকায় নেই কলকাতার কোনও স্কুল। জেলার দাপটে পুরোপুরি কাত কলকাতা। কিন্তু কেন এই অবস্থা, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। পাশের হরে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। ওই জেলায় পাশের হার ৯৬.৫৯%।
Tags :
Madhyamik Result Online Madhyamik Result 2020 Madhyamik Result Partha Chatterjee Abp Ananda Kolkata