PM Press Conference:'এই অধিবেশনকে পরাজয়ের রাগ দেখানোর মঞ্চ হিসেবে বেছে নেবেন না', বিরোধীদের বার্তা মোদির।ABP Ananda LIVE
Continues below advertisement
'হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান', ৩ রাজ্যে বিপুল জয়ের পর বিরোধীদের পরামর্শ প্রধানমন্ত্রীর। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে তিনি আরও বললেন, 'উন্নয়ন সঠিক ভাবে হলে প্রতিষ্ঠান বিরোধিতা বলে কিছু থাকে না। নেতিবাচক সবকিছুকে ত্যাগ করতে হবে।...এই অধিবেশনকে পরাজয়ের রাগ দেখানোর মঞ্চ হিসেবে বেছে নেবেন না।'
Continues below advertisement
Tags :
News Winter Session Of Parliament Elections 2023 PM Advice To Opposition PM On Development PM Modi Message Before Winter Session