আজ মুক্তি পাচ্ছে তথ্যচিত্র 'শিক্ষাতীর্থ'
বিশ্বভারতীর শতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মযজ্ঞের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের পরিকল্পনায় তৈরি হল ভিডিও ডকুমেন্টেশন 'শিক্ষাতীর্থ'। আজই ফেসবুকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ভিডিও ডকুমেন্টেশনটি।