Khoborer 7-5 seg 2: কাশ্মীরের বালতালে জোড়া তুষারধসে বিপর্যয়, বরফ চাপা পড়ে মৃত্যু ১ শ্রমিকের

Continues below advertisement

ফের প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন, সুরক্ষা বলয় ভেঙে মালা নিয়ে ঢুকে পড়ল যুবক। জাতীয় যুব উৎসব উপলক্ষ্যে কর্ণাটকের হুবলিতে প্রধানমন্ত্রীর রোড শো। স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা ।

আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ। প্রতি মুহূর্তে নতুন নতুন জায়গায় ফাটল ধরছে। বিপজ্জনক বাড়িগুলিতে আরও চওড়া হচ্ছে ফাটল। এর মধ্যেই জোশীমঠে মাউন্ট ভিউ ও মালারি ইন, এই দুটি হোটেল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু হোটেল ভাঙার আগে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মালারি ইনের মালিক। প্রবল ঠান্ডায় হোটেলের সামনেই সস্ত্রীক ধর্নায় বসেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে রোপওয়ে।

কাশ্মীরের বালতালে তুষারধস, মৃত ১। গান্ডেরবালে জোড়া তুষারধসে বিপর্যয়। বরফ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু। আরও কয়েকজনের বরফের নিচে চাপা পড়ার আশঙ্কা। টানেলের কাজ হওয়ার সময় হঠাৎ তুষারধস। উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী। তৈরি রাখা হয়েছে মেডিক্যাল টিম।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী নমো চমস্কি। ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৬১ জন শিক্ষাবিদের সমর্থনে চিঠি।রাষ্ট্রপতিকে চিঠি ২৬১ জনের। উপাচার্যের বিরুদ্ধে সাক্ষর অভিযানে সামিল অমর্ত্য সেনের কন্যাও। দীর্ঘ ৪ বছরে একাধিক অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়াকে সাসপেণ্ড, বরখাস্ত করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্যের বিরুদ্ধে সরব ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাবিদরা। উপাচার্যের বিরুদ্ধে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি।চিঠিতে সমর্থন।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রখ্যাত তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী নমো চমস্কি-র। সমর্থন আলবামা হান্টসভিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি ডিকোস্টা। সমর্থনে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জয়তি ঘোষ সহ আরও অনেকে। সমর্থন হায়দরাবাদ, দিল্লি,।কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা। সমর্থনে কল্যাণী, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা। সমর্থনে দিল্লি স্কুল অফ ইকোনমিকস, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram