করোনার জেরে পিছোবে পুরভোট, তাহলে কবে?

Continues below advertisement
রমজানের পরই কি পুরভোট? আপাতত এমন জল্পনায় ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। করোনা ত্রাসে পুরভোট পিছনো নিয়ে রবিবার মত দিয়েছিল সবদলই। সূত্রের খবর, মাস খানেক পিছিয়ে যেতে পারে পুরভোট। আজ সোমবার সর্বদল বৈঠকের পর নির্বাচন কমিশন এমনই ঘোষণা করতে পারে। জানা যাচ্ছে, রমজানের পর পুরভোট হওয়ার প্রভূত সম্ভাবনা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram