টানা লকডাউন, ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অমিতাভ-আয়ুষ্মানের 'গুলাবো সিতাবো'
করোনার জেরে ছবি মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হল খুললেও তাতে দর্শকরা যাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে অনলাইনে রিলিজ করছে সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' । ছবির মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা।
Tags :
Shoojit Sirkar Film Release Online Films Ayushmann Khurrana Gulabo Sitabo Amazon Prime Amitabh Bachchan Abp Ananda