Durga Puja 2021: মরুদেশে শরৎকাল, দুবাইয়ের দেবী দুর্গার আরাধনায় প্রবাসী বাঙালিরা

Continues below advertisement

মরুদেশের আনাচ-কানাচে উঁকি মারছে কাশফুল! চারপাশে শ্বেতশুভ্র হাঁসের দল! তারই মাঝে দেবী দুর্গার অধিষ্ঠান। সঙ্গে কার্তিক, গণপতি, লক্ষ্মী ও সরস্বতী। দুবাইয়ের বুকে শরৎকালের একখণ্ড দৃশ্য। সুসজ্জিত মণ্ডপে চলছে মহিষাসুরমর্দিনীর আরাধনা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে সংযুক্ত আরব আমিরশাহির এই শহরও।

মরুশহরে দুর্গাপুজোর আয়োজন করেছে “উৎসব"গোষ্ঠী। বেশ কয়েকজন প্রবাসী বাঙালির উদ্যোগে হচ্ছে দেবী দুর্গার বন্দনা। সামিল হয়েছেন অবাঙালি ও দুবাইবাসীরাও। পুজোর সঙ্গে চলছে নানারকম অনুষ্ঠান। সামিল হচ্ছেন উৎসব গোষ্ঠীর সদস্য ও তাঁদের পরিবারের সকলে।

কলকাতা তো বটেই, অন্যান্য দেশের প্রতিষ্ঠিত শিল্পীদেরও দুবাইয়ে নিয়ে গিয়ে পুজোর কয়েকদিন ধরে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলেই মণ্ডপ তৈরি করেছেন হাসনাবাদের হস্তশিল্পী রমেশ বিশ্বাস। পুজোর এবারের থিম “শরৎকাল”। প্রতিমা গিয়েছে কলকাতা থেকেই। মূর্তি তৈরি করেছেন কুমারটুলির মৃৎশিল্পী কৌশিক ঘোষ।

পঞ্চান্ন পরিবারের মিলিত উদ্যোগে সম্পূর্ণ বাঙালি পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব। দুবাইয়েও দুর্গাপুজোকে কেন্দ্র করে সৌহার্দ্য আর সম্প্রীতির ছবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram