Earthquake News: ভূমিকম্পের শিউরে ওঠা ছবি। তাইল্যান্ডে ভেঙে পড়ল আস্ত বাড়ি, চোখের সামনে চুরমার
ABP Ananda Live: মায়ানমারে ভূমিকম্প, প্রভাব পড়ল কলকাতায়। রিখটার স্কেলে মাত্রা ৭.২, জানাল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্প অনুভূত মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চিনে। তাইল্যান্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি।
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা। মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৭.২ বলে জানা যাচ্ছে, তারই প্রভাব পড়েছে কলকাতায়। মায়ানমার সরকার যে স্টেটমেন্ট ইস্যু করেছে, সেটা হচ্ছে, মাত্রা ৭.৭। অর্থাৎ রিখটার স্কেলে মাত্রা আরও একটু বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নামছে DYFI
অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নামছে DYFI. বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক সিপিএমের যুব সংগঠনের। সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক । উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়