East Burdwan । পূর্ব বর্ধমানের সেই খাগড়াগড়ের কাছে এবার জাল নোটের কারখানা!
পূর্ব বর্ধমানের সেই খাগড়াগড়ের কাছে এবার জাল নোটের কারখানা! বাড়ি ভাড়া করে খাগড়াগড়ের কাছে মাঠপাড়ায় জাল নোটের কারবার! ৫০০ টাকার জাল নোট, ডাইস, কাগজ, রাসায়নিকের হদিশ। জাল নোটের চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩। গ্রেফতার শক্তিগড়, বর্ধমান, উঃ ২৪ পরগনার ৩জন বাসিন্দা। ২ অক্টোবর, ২০১৪: বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ। অষ্টমীর সকালে খাগড়াগড়ে তীব্র বিস্ফোরণ, মৃত্যু হয় ২জনের।