Eastern Railway News : বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করলেই শাস্তি! সতর্কবার্তা রেলের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live: বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা অনেকেরই অভ্যেস। মানথলি টিকিট বা অনলাইটে টিকিট কাটার সুবিধে থাকা সত্ত্বেও অনেকেই টিকিট ফাঁকি দেন। টিকিট চেকারের চোখ এড়িয়ে, ফাঁকি দিয়ে কীভাবে বিনা টিকিটে যাত্রা করা যায়, তা নিয়ে অনেকেই মাথা খাটিয়ে নিত্যদিন ফন্দি ফিকির বের করেন। নিত্যযাত্রীরা অনেকেই জানেন, কে টিকিট কেটে ট্রেনে উঠেছেন, আর কার বিনা টিকিটে যাত্রী করাটাই অভ্যেস। এবার রেলওয়ের যাত্রীদের বিশেষভাবে সতর্ক করল রেল।  পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, যাঁরা রোজ বিনা টিকিটে যাতায়াত করা অভ্যেস করে ফেলেছেন তাঁদের এবার সতর্ক হওয়ার সময় এসেছে। এবার হয়ত টিকিট চেক করতে হঠাৎ হঠাই ট্রেন রুটের মাঝপথে যে কোনও স্টেশন থেকেই উঠে পড়বে টিকিট চেকিং স্কোয়াড। সেটা কোনও জাংশন বা বড় স্টেশন নাও হলে পারে। যে কোনও সময়, যে কোনও রুটেই উঠে পড়তে পারে রেলের এই টিকিট চেকারের দল। তারপর বিনা টিকিটের যাত্রা করছেন এমন কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram