দেশের আর্থিক বৃদ্ধির হার নামতে পারে শূন্যে, পূর্বাভাস মুডিজের
Continues below advertisement
করোনায় বেসামাল ভারতীয় অর্থনীতির জন্য দুঃসংবাদ। ভারতের আর্থিক বৃদ্ধির হার নামতে পারে শূন্যে। আগামী বছরে আর্থিক বৃদ্ধির হার তলানিতে যেতে পারে, এমনটাই পূর্বাভাস মুডিজের। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার জানালেন, ধনী দেশগুলিতে বৃদ্ধির হার নেগেটিভ হয়ে গেছে। আমাদের এখনও নেগেটিভ হয়নি কিন্তু শূন্যে নামতে পারে। ভবিষ্যতে এটা আবার রিভার্স করা হতে পারে। সরকারের ভাবা উচিত, করোনার জেরে যত না মানুষের মৃত্যু হয়েছে, তার থেকে অর্থনীতি পড়ে যাওয়ায় আরও দুর্দশাগ্রস্ত হয়েছেন মানুষ।
Continues below advertisement
Tags :
Moody's Investors Services COVID-19 Live Abhirup Sarkar Indian Economy Abp Ananda Coronavirus