Arvind Kejriwal: তাঁর USP ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই! সেই অরবিন্দ কেজরিওয়ালকেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল ED
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে, মানুষের আস্থা অর্জন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার তিনিই গ্রেফতার হলেন দুর্নীতির অভিযোগে। আন্না হাজারের আন্দোলন থেকে সামনে আসা কেজরিওয়াল তখন দুর্নীতি নিয়ে কী বলতেন, দেখে নেব।
Tags :
Arvind Kejriwal Arrest Live Updates Ed Kejriwal News Arvind Kejriwal Arrest News ED Arrested Kejriwal In The Liquor Scam