ED Coal: কয়লা মাফিয়া সম্পর্কে তথ্য রয়েছে? আইনমন্ত্রীর কাছে জানতে চাইলেন তদন্তকারীরা| Bangla News
কয়লাকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী ও আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে প্রায় ৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে খবর, আইনমন্ত্রী মলয় ঘটকের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের দাবি, ইডির তরফে একটি প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছিল। মলয় ঘটক প্রতিটি প্রশ্নের উত্তর নিজের হাতে লিখিত বয়ান আকারে দিয়েছেন। তাঁর কাছে জানতে চাওয়া হয় কয়লাকাণ্ডে কী কোনও আর্থিক লেনদেন হয়েছিল? তিনি বহুবছরের জনপ্রতিনিধি ও মন্ত্রী। কয়লা মাফিয়া সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য রয়েছে কি না? কেন কয়লা মাফিয়ার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? ইডি সূত্রে দাবি, এর আগে মলয় ঘটককে ৩ বার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু কোনওবারই তিনি হাজির হননি। ইডির কাছে তিনি আবেদন করেন কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু তা খারিজ করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবশেষে শুক্রবার দিল্লির সদর দফতরে হাজির হন রাজ্যের আইনমন্ত্রী। বেরোনোর সময় এই বিষয় কোনও মন্তব্য করতে চাননি তিনি।