Rathin Ghosh ED Raid: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি

Continues below advertisement

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ED। সাতসকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরে বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে। রাজ্যজুড়ে ১২টি জায়গায় একাধিক পুরসভার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়িতেও চলছে তল্লাশি। এদিন সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ED-র অফিসাররা। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ED সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথি খতিয়ে দেখে রথীন ঘোষের নাম বারবার উঠে আসে। ED-র দাবি, ২০১৪-র পর থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। তার ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই মানি ট্রেল খতিয়ে দেখাই ED-র উদ্দেশ্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram