ED Raid: 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটে তল্লাশি

Continues below advertisement

ED-র ত্রিফলা অভিযান। 'কালীঘাটের কাকু'র সূত্রে এবার আলিপুরে 'লিপস অ্যান্ড বাউন্ডসে'র দুয়ারে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হল 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটে। এর পাশাপাশি অভিযান চালানো হয়, দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাধিপতি শামিমা শেখের স্বামী ও মৃত তৃণমূল নেতা রমজান শেখের আবাসন প্রকল্পেও। ED-র তরফে দাবি করা হচ্ছে, মহিষবাথানে মার্লিন গ্রুপের প্রকল্পে বাজার দরের থএকে তিনগুণ বেশি দরে অ্যালুমিনিয়ামের জানালা সরবরাহ করেছিল সুজয়কৃষ্ণর কোম্পানি এসডি কনসালটেন্সি। ED-র দাবি, সেই টাকাও পৌঁছে গেছে লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে।  ED-সূত্রে দাবি করা হচ্ছে যে, বাজার দর থেকে বেশি টাকা নিয়ে কার্যত প্রোটেকশন মানি নেওয়া হত। লিপস অ্যান্ড বাউন্ডসের এই অফিস থেকেই কাজ হত এসডি কনসালটেন্সির। এই অফিসেই মার্লিন গ্রুপের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটের সাঁজুয়া এলাকায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতি শামিমা শেখের স্বামী ও তৃণমূল নেতা প্রয়াত রমজান শেখের আবাসন প্রকল্পেও এদিন তল্লাশি চালান ED-র অফিসাররা। এখানেই লিপস অ্যান্ড বাউন্ডসের নামে পানীয় জলের কারখানা রয়েছে বলে ইডি-র চার্জশিটে উল্লেখ রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram