ED Raid: ১৮ ঘণ্টা পর লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে বেরোল ED

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সংযোগ (Kalighater Kaku) খোঁজা চলছে। নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ১৮ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিউ আলিপুরের P ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দেন ইডি-র আধিকারিকরা। অফিসের তিন কর্মীকে রাতভর চলে জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার ভোরে সেখান থেকে বেরোন তাঁরা। (SSC Case)

ইডি সূত্রে খবর, নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের ডেটাবেস এবং ডিজিটাল নথি পরীক্ষা করে দেখা হয়। মঙ্গলবার ভোর ৫টা ৪০-এ লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে তিনটি ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায় ইডি-র অফিসারদের। সূত্রের খবর, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ১ হাজার পাতার নথি উদ্ধার করা হয়েছে বলে খবর।

ইডি সূত্রে খবর, জেরায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র দাবি করেন তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের চিফ অপারেটিং অফিসার বা COO ছিলেন। সেই সূত্রেই তল্লাশি।  কালীঘাটের কাকুর যোগ রয়েছে এমন আরও দু'টি জায়গায় গতকাল তল্লাশি চালায় ইডি, যার মধ্যে একটি হল দক্ষিণ কলকাতার লি রোডে কাকুর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট। এর পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাঁজুয়া এলাকায় প্রয়াত তৃণমূল নেতা রমজান শেখের আবাসন প্রকল্পে হানা দেন ইডি-র আধিকারিকরা। সেখানে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে পানীয় জলের কারখানা রয়েছে বলে ইডি-র চার্জশিটে উল্লেখ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram