শিক্ষায় রাজনীতি নিয়ে তৃণমূলকে নিশানা জে পি নাড্ডার, ‘মেধাকেই অগ্রাধিকার, গরিবকে সুযোগ’, পাল্টা পার্থ
একসময় বাংলা শিক্ষার উত্কর্ষে সবাইকে পথ দেখাত। এখন বাংলায় শাসকদলের সঙ্গে না থাকলে যথাযথভাবে শিক্ষার সুযোগই মেলে না। ভার্চুয়াল রালিতে মন্তব্য বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার।