এক ঝলকে: রাজ্যে এখনও সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা

Continues below advertisement

করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও রাজ্যে শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ওই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭৬ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। 

উত্তর ২৪ পরগনার আমডাঙায় বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম হাজেরা বিবি। 

নদিয়ার রানাঘাটে বজ্রাঘাতে মৃত্যু হল দুই জনের। গুরুতর জখম আরও দুই। তাঁরা রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নদীতে স্নান করতে যাওয়ার সময় বজ্রাপাতে মৃত্যু হয় একজনের। দ্বিতীয়জন মারা যান বাড়ির সামনেই।

বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। শনিবার বিকেল থেকে দিঘা, গঙ্গাসাগরে মৎসজীবীদের নৌকা নামাতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙা বাঁধ সারানো হচ্ছে। উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram