ভোট পরবর্তী হিংসা ইস্যুতে NHRC-র রিপোর্ট নিয়ে চ্যালেঞ্জের সম্ভাবনা
দেশের স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) কি বাংলাদেশি নাগরিক? বিতর্ক উস্কে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ রিপুন বরা। দেশের মন্ত্রীর জন্মস্থান নিয়ে জানানো হল তদন্তের আর্জি।
রাজ্যসভার কংগ্রেস (Congress) সাংসদের চিঠিকে হাতিয়ার করে আসরে তৃণমূল (TMC)। নিয়োগের আগে তথ্য যাচাই হয়নি কেন? প্রশ্ন তুললেন ব্রাত্য বসু। "অবাক পৃথিবী, অবাক করলে তুমি।" আক্রমণ ইন্দ্রনীলের। "তথ্য় থাকলে সামনে আনা হোক।" দাবি শমীকের (Samik Bhattacharya)।
জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC Report) ভোট পরবর্তী হিংসার (Bengal Post Poll Violence) রিপোর্টকে হাইকোর্টে চ্যালেঞ্জের সম্ভাবনা রাজ্যের। এবিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। যাঁদের নাম কুখ্যাত দুষ্কৃতী তালিকায় রয়েছে তাঁদের দিয়ে মানহানির মামলা করানোর সম্ভাবনা। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য।
পাঁচটি উপনির্বাচন (By-Election) ও দু'টি আসনে বাকি নির্বাচন (Election)। কোচবিহার, কলকাতা দক্ষিণ, দুই ২৪ পরগনা, নদিয়ার নির্বাচনী আধিকারিককে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের।