ABP Ananda District Top News: 'অমিত শাহ খাওয়া-দাওয়া করে চলে গেলেন, কথা হল না', আক্ষেপ বাউল বাসুদেব দাসের
Continues below advertisement
বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। দিলেন পরিবর্তনের ডাক। শুভেন্দুকে 'মীরজাফর' বলে আক্রমণ তৃণমূলের। 'ভাইপো'-র হাত থেকে বাংলাকে বাঁচান, পূর্বস্থলীর সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী। দম থাকলে ২০০১ সালে মুখ্যমন্ত্রী হতে পারতেন, সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর। ফের অনুব্রত মণ্ডলের নিশানায় বিশ্বভারতীর উপাচার্য। বিশ্বভারতী নিয়ে রাজনীতি করতে চাইছে তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির। বীরভূমের লাভপুরে শিক্ষকের বাড়ির দেওয়ালে হুমকির বার্তা, চরম আতঙ্কে দম্পতি। অমিত শাহ খাওয়া দাওয়া করে চলে গেলেন, কথা বলা হল না, আক্ষেপ বীরভূমের বাউল বাসুদেব দাসের। আজ অধিকারী গড়ে তৃণমূলের সভা। কাঁথির সভার উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। চিকিৎসায় গাফিলতিতে চার মাসের সন্তানের মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক।
Continues below advertisement
Tags :
Basudeb Das Baul Bengal Election ABP Ananda LIVE Abp Ananda Bolpur West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021 Amit Shah