এক ঝলকে: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ তরুণীর, শিবপুরে ভরসন্ধেয় খুন, প্রশ্নে নিরাপত্তা

Continues below advertisement

১. পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি তথা তৃণমূল নেতাকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। নেপথ্যে বিজেপি, অভিযোগ দেব টুটুর। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের। স্বীকার বিজেপির।


২. বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ তরুণীর। পুলিশের তৎপরতায় উদ্ধার। তরুণীকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার চেষ্টা বলে দাবি পুলিশ সূত্রে।


৩) গুলি-পরপর ধারাল অস্ত্রের কোপ। খুনের বদলা নিতেই খুন? হাওড়ার শিবপুরে যুবক হত্যার তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের। সিসিটিভি ফুটেজ থেকে ৫ দুষ্কৃতী সনাক্ত। চলছে তল্লাশি।


৪) বিহারের প্রথম মহিলা উপ মুখ্যমন্ত্রী আদতে বাংলার বধূ। বিহারের বেতিয়ার বাসিন্দা রেণু দেবীর বিয়ে হয় হাওড়ার জগাছায়। লকডাউনের আগে জগাছায় এসেছিলেন রেণু। তাঁর উপ মুখ্যমন্ত্রী হওয়ার খবরে খুশি জগাছার পরিজনেরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram