Maharasta Election: কাল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হয়েছে, কী উঠে এল বুথফেরত সমীক্ষায়?
ABP Ananda Live: এরপর, এক্সিট পোল। দেখুন, মানুষের রায়ের আসল প্রতিফলনই শেষ কথা, সেখানে বুথ-ফেরত সমীক্ষার খুব একটা গুরুত্ব নেই। তাও ভোট হলে একটা কৌতুহল তো থাকেই। কাল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হয়েছে। সেখানে একাধিক সংবাদমাধ্য়মের বুথফেরত সমীক্ষায় কী উঠে এল, সেটাই দেখাব আপনাদের।
আরও খবর, তৃণমূলে কি পদ বিক্রি করা হয়? কসবাকাণ্ডের আবহে প্রশ্নটা জোরালভাবে তুলে দিলেন, রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। ব্য়বসায়ী, মহম্মদ জুলকারনাইনকে তৃণমূলে নেওয়ার পিছনে, আর্থিক লেনদেন থাকতে পারে বলেও মন্তব্য় করেছেন জাভেদ খান। আর জুলকারনাইনকে তৃণমূলে সংখ্য়ালঘু সেলে নিয়োগ করার জন্য়, চিঠিতে যার নাম ছিল, সেই বিধায়ক ও সেলের সভাপতি মোশারফ হোসেন বলছেন, তৃণমূলে আগে পদ-বাণিজ্য় চলত! তবে কি এক্ষেত্রেও কি তথাগত রায়ের, সেই কামিনী-কাঞ্চনের পুনরাবৃত্তি?