
Congress News: ছাব্বিশের আগে ঘর গোছাতে তৎপর কংগ্রেস, প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক রাহুল-খাড়গেদের
Continues below advertisement
ABP Ananda Live: ছাব্বিশের আগে ঘর গোছাতে তৎপর কংগ্রেস। দিল্লিতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক রাহুল-খাড়গেদের। জোট নিয়ে পরে সিদ্ধান্ত। আগে সংগঠন মজবুত করতে হবে। বার্তা হাইকমান্ডের।
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের দেহ। গতকাল রাতে বছর ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল। বছর ৩৫-এর মহিলার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরেও দম্পতির আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Continues below advertisement