Election Commission of India : কমিশনের তলব পেয়ে আজ সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য়সচিব

ABP Ananda LIVE : কমিশনের তলব পেয়ে কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য়সচিব। লাগাতার পত্র যুদ্ধের পর সরকারি অফিসারদের সাসপেনশন ও FIR-এর নির্দেশ নিয়ে টানাপোড়েনে
এবার মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো, পাঁচ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। এখানেই প্রশ্ন উঠছে, এরপর তাহলে কী? কী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন? এখানেই নির্বাচন কমিশনের ক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে, বিশেষজ্ঞদের একাংশ আবার নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবকে তলব নিয়েও প্রশ্ন তুলেছেন। 

 

'নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', অভয়ার বাবার FIR দায়ের প্রসঙ্গে জানাল পুলিশ

'আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 'প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়'। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola