Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ এথিক্স কমিটির। ABP Ananada Live
ABP Ananada Live : মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে রিপোর্ট পেশ করল এথিক্স কমিটি (Ethics committee)। মহুয়াকে বলার সুযোগ দেওয়া হোক আবেদন সুদীপের (SudipBandyopadhay)। রিপোর্ট পড়ে দেখার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন তিনি।