পঞ্চায়েতের কাজের খতিয়ান দেবে ই-গ্রাম স্বরাজ অ্যাপ, জানালেন প্রধানমন্ত্রী
Continues below advertisement
শুক্রবার জাতীয় পঞ্চায়েত দিবসে ই-গ্রাম স্বরাজ অ্যাপের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পঞ্চায়েত কী কাজ করছে, সব থাকবে ই-গ্রাম স্বরাজে। গ্রামের যে কেউ মোবাইলেই নিজের পঞ্চায়েতের কাজ দেখতে পাবেন।’ মোদি যোগ করেন, ‘এর ফলে সেই গ্রাম পঞ্চায়েতের কর্মদক্ষতা বাড়বে। পাশাপাশি বাড়বে যে কোনও পরিকল্পনা সময়ে শেষ করার তাগিদ।’ তাঁর কথায়, 'পঞ্চায়েত ব্যবস্থা যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে।'
Continues below advertisement
Tags :
Launched New App Self Sufficiency Across The Country E-Gram Swaraj App Panchayat Pradhan Video Conference Panchayat Country Abp Ananda India Narendra Modi PM Modi