মাত্রাতিরিক্ত সোডিয়াম হাইপোক্লোরাইটের দ্রবণ কারণ হতে পারে ক্যান্সারের, আশঙ্কা চিকিৎসকদের
Continues below advertisement
করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতার নানা জায়গায় জীবাণুনাশক হিসাবে স্প্রে করা হচ্ছে। এই জীবাণুনাশক স্প্রের মধ্যে রয়েছে সোডিয়াম হাইপোক্লোরাইটের দ্রবণ| হুগলির উত্তরপাড়া, রিষড়ার কয়েকটি জায়গায় স্যানিটাইজেশন টানেলের মধ্যেও স্প্রে করা হয়েছে এই সোডিয়াম হাইপোক্লোরাইটের দ্রবণ। চিকিৎসকদের দাবি, অতিরিক্ত সোডিয়াম হাইপোক্লোরাইট মানবদেহে গেলে ক্যান্সার পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু কলকাতায় দেখে যাচ্ছে স্প্রে করার সময়ে কাছাকাছি মানুষ দাঁড়িয়ে আছে।
Continues below advertisement
Tags :
Sanitisation Tunnel Disinfectant Spraying Sodium Hypochlorite Hooghly Abp Ananda Coronavirus Covid-19