B K Singh Exclusive: ১৭ দিনের যুদ্ধে সাফল্য, উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বি কে সিংহের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

Continues below advertisement

১৭ দিনের যুদ্ধে সাফল্য, অবশেষে জিতল জীবন। ১৭ দিন পর, অবশেষে উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে মুক্তির আলো। অনেক বাধা-বিপত্তি কাটিয়ে, গতকাল উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে একে একে উদ্ধার করা হয় বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জনকে। যন্ত্র বিকল হয়ে যাওয়ার পর, হাতেই ধ্বংসস্তুপ কেটে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছোন উদ্ধারকারীরা। কতটা চ্যালেঞ্জিং, কতটা ঝুঁকিপূর্ণ ছিল rat hole minning-এর কাজ? কতটা চাপা টেনশন ছিল খননকারীদের মধ্যে। উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বি কে সিংহের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram