Express Cancel: হিজলি স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। Bangla News

Continues below advertisement

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলায় ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল। এই তালিকায় রয়েছে পুরী ও দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন। 

একনজরে দেখে নেওয়া যাক বাতিল হওয়া গুরুত্বপূর্ণ ট্রেনের তালিকা। 

১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস। 
১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস।
ফেব্রুয়ারির ১, ২ ও ৪ তারিখ বাতিল করা হয়েছে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। 
ডাউন ফলকনুমা এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি। 
১-৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।
ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 
আপ শালিমার-পুরী এক্সপ্রেস ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল।
ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস বাতিল ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। 
আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস ১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram