Fake CBI Arrested: 'ছোট থেকেই মিথ্যা কথা বলত, মানসিক সমস্যা আছে শুভদীপের', বললেন তাঁর মা

দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে ভুয়ো সিবিআই (Fake CBI) অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Subhadeep Banerjee) গ্রেফতার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। গতকাল অভিযুক্তকে নিয়ে আসা হয় হাওড়ায়। তাকে হাওড়া আদালতে পেশ করা হলে তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে শুভদীপের মা বলেন, ‘আমরা জানতাম ও সিবিআই অফিসার। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়েছিল। ছোট থেকেই মিথ্যা কথা বলত। ইদানিং নীলবাতি লাগিয়েছিল গাড়িতে। ওর মানসিক সমস্যা আছে।’ ২০২০ লকডাউনের মধ্যেই বিয়ে হয় শুভদীপের। এই বছর মার্চ মাসে ডিভোর্সের মামলা হয়। মে মাসে শুভদীপের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়। তার প্রাক্তন স্ত্রী বলেন, ‘বিয়ের আগে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়েছিল। আমি বিয়ের পর জানতে পারি ও প্রতারণা করছে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola