Fake Medicine :নামী ব্র্যান্ড জাল থেকে ভায়ালে ব্যাকটেরিয়া,পরীক্ষায় ফেল ১৯৮টি ওষুধ!
ABP Ananda LIVE: নামী ব্র্যান্ড জাল থেকে ভায়ালে ব্যাকটেরিয়া। দেশজুড়ে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল ১৯৮টি ওষুধ। ২৫টি ওষুধ বাজার থেকে তুলতে বলল রাজ্য।
পরীক্ষায় ফেল ১৯৮টি ওষুধ! ফের দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল ও ইঞ্জেকশন। মোট ১৯৮টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে বলে তালিকা প্রকাশ করে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ। গত মাসে বাজার থেকে বেশকিছু ওষুধ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। CDSCO রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক ইঞ্জেকশনের ভায়ালে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। পরিশোধিত জল দিয়ে তৈরি হয়নি বেশ কিছু ওষুধ। নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে তৈরি করা হয়েছে অনেক ওষুধ বলে অভিযোগ।