
ফটাফট: দক্ষতা বা প্যাশন কোনওটাই নেই রাহুলের, আত্মজীবনীতে লিখলেন ওবামা, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
বিহার ভোটে বিপর্যয়ের পরেই রাহুল গান্ধীর অস্বস্তি বাড়ালেন বারাক ওবামা। 'আ প্রমিসড ল্যান্ড' নামের বইতে রাহুল গান্ধীকে 'নার্ভাস' বলে উল্লেখ করেন তিনি। প্রশ্ন তোলেন রাহুলের যোগ্যতা নিয়েও। পঞ্চম আয়ুর্বেদ দিবস উপলক্ষে রাজস্থান ও গুজরাটে দুটি উদ্বোধনে প্রধানমন্ত্রী। জয়পুর ও জামনগরে এই দুই প্রতিষ্ঠানে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনার সঙ্গেই হবে গবেষণা। আলিপুরদুয়ারে কনভয়ে হামলা নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের। রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। আজ থেকে অফিস টাইমে চলছে ১০০ শতাংশ লোকাল ট্রেন। গতকাল রেল রাজ্য বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন বাড়িয়ে কমানো যায়নি ভিড়। লোকাল ট্রেন চালু হতে হাওড়া ফেরি ঘাটে ভিড়। অফিস টাইমে টিকিট কাউন্টারে লম্বা লাইন। জামুরিয়ায় দেশী মদের দোকানে চারজনকে পিটিয়ে খুন। ঘুমন্ত অবস্থায় দোকানের তিন কর্মীকে বেধড়ক মার। গ্রেফতার অভিযুক্ত। আদালতের নির্দেশ উপেক্ষা করেই বেলুড়ে আবাসনে বাজি ফাটানোর অভিযোগ। অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। জখন সাত। গ্রেফতার পাঁচ। মাংসের দোকানের আড়ালে বাজির কারবার। বাগুইহাটির নারায়ণপুরে পুলিশি হানায় গ্রেফতার ব্যবসায়ী। বিধান নগর দক্ষিণ থানা এলাকা থেকে উদ্ধার ২৫ কেজি শব্দ বাজি।
Continues below advertisement
Tags :
A Numbers Of News Ayurveda Institute Fatafat Presidents Rule Jamuria ABP Ananda LIVE Local Train Howrah Barack Obama Abp Ananda Rahul Gandhi Belur BJP TMC Dilip Ghosh