ফটাফট: শহরতলির পর জেলাতেও লোকাল চালুতে তৎপরতা, খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুমতি রাজ্যের, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
ফটাফট: শহরতলির পর জেলাতেই লোকাল চালুতে তৎপরতা। আন্তঃজেলা পরিষেবা চালু করতে রেলকে চিঠি পরিবহন সচিবের। বীরভূমের বিভিন্ন স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ। অবশেষে খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুমতি রাজ্যের। মানতে হবে সামাজিক দূরত্ব। ৫০% দর্শক নিয়ে খোলা যাবে অডিটোরিয়াম। সর্বোচ্চ ২০০ দর্শকে ছাড়। ঘূর্ণিঝড়ের অভিযোগ থেকে কেন্দ্রের রেশন। আত্মসাতের অভিযোগে ফের কৈলাসের নিশানায় তৃণমূল। বাংলায় কাটমানি-সিন্ডিকেট নেই। শুধুই মিথ্যে বলছে বিরোধীরা। পাল্টা ফিরহাদ। ফরেন্সিকের তদন্তের সময় ফের সুজাপুরে বিস্ফোরণ। NIA তদন্ত চায় BJP। আমলাতন্ত্র রাজনীতির খাঁচায় বন্দি। পুলিশ-প্রশাসনকে রাজনৈতিক ঘেরোটেপে রাখা গণতন্ত্রের পক্ষে খারাপ ইঙ্গিত। রাজ্যকে আক্রমণ করে রাজ্যপাল। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement
Tags :
West Bengal Assembly Election 2020 Jagdeep Dhankhar ABP Ananda LIVE Local Train Abp Ananda BJP TMC Railway