ফটাফট: পিকের আইপ্যাকের বিরুদ্ধে সরব শুভেন্দু ঘনিষ্ঠ জলপাইগুড়ির তৃণমূল নেতা, মিহির গোস্বামীকে দলে আহ্বান বিজেপির

Continues below advertisement

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। Covid-19 ভ্যাকসিন নিয়ে বৈঠকে আলোচনা। নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকের কারণে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে রদবদল। আগামীকাল বাঁকুড়া রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়া রওনা দিচ্ছেন।
কাদা ছুঁড়তে ব্যস্ত সাংসদ-বিধায়করা, তাই জেলায় ছুটছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের।
বৈশাখীকে আমন্ত্রণ করে ফোন না করায় বিজেপির বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন না শোভন চট্টোপাধ্যায়। সবাইকেই ফোন করা হয়েছে অনেকে ধরেননি। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
কাজের হিসাব চাইছে বেসরকারি সংস্থা, পিকের আইপ্যাকের বিরুদ্ধে সরব শুভেন্দু ঘনিষ্ঠ জলপাইগুড়ির তৃণমূল নেতা। ব্যক্তিগত প্রতিক্রিয়া মতামত তৃণমূলের।
কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে দলে আহ্বান বিজেপির। স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক বলে প্রশংসা। দিবাস্বপ্ন কটাক্ষ তৃণমূলের। মেলেনি মিহির গোস্বামীর প্রতিক্রিয়া।
বীরভূমের নানুরে আক্রান্ত বিজেপি। পতাকা লাগানোর সময় গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের।
রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্র হনন করছেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি ভয় পাচ্ছে বলেই যুব নেতাকে আক্রমণ। সাহস থাকলে নাম নিক। চ্যালেঞ্জ কুণাল ঘোষের। ঠিক সময় নাম নেব। পাল্টা দিলীপ।
নাগরোটা কাণ্ডে উধমপুর থেকে আটক চার সন্দেহভাজন। ভারতীয় আকাশ সীমায় পাক ড্রোন। 
বিহারে এনকাউন্টারে মৃত শীর্ষ মাওবাদী নেতা।
মোট ১৭১ টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে, মেনে চলা হচ্ছে করোনা বিধি।
সঙ্গে দেখুন অন্য খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram