ফটাফট: 'ভারতীয় ভ্যাকসিন সবচেয়ে সস্তা', দাবি প্রধানমন্ত্রীর, Bird Flu নিয়ে Kolkata-সহ সব জেলাকে রাজ্যের সতর্কতা

আগামী শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। প্রথম পর্যায়ে ৩ কোটি কোভিড যোদ্ধার (COVID Warrior) টিকার খরচ বহন করবে কেন্দ্র। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ভারতীয় ভ্যাকসিন (Corona Vaccine) সবচেয়ে সস্তা বলে দাবি করে আশ্বাস প্রধানমন্ত্রীর (Narendra Modi) । অন্য দেশের চেয়ে ভারতের পরিস্থিতি ভালো হলেও দায়িত্বজ্ঞানহীন হওয়া চলবে না। কান দেবেন না গুজবে, বার্তা মোদির। টিকাকরণের ৬০ শতাংশ কাজ শেষের পরে ফের বৈঠক। ভ্যাকসিন নিয়ে মোদিকে প্রশ্ন মমতার। ২০০ টাকায় সরকারকে প্রতি ডোজ দিতে পারে কোভিশিল্ড (Covishield), কেন্দ্রের কাছ থেকে মিলল বরাদ। আজ রাজ্যে আসছে ভ্যাকসিন। বাগবাজার থেকে বণ্টন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬১২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। সুস্থতার হার ৯৬.৮৮ শতাংশ। বার্ড ফ্লু (Bird Flu) নিয়ে কলকাতা-সহ সব জেলাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর। সতর্ক আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নাম না করে অভিষেককে সোনার গোপাল বলে আক্রমণ শোভন চট্টোপাধ্যায়ের। শোভন চট্টোপাধ্যায়ের রুটে আজ পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। করতে দেব না এনআরসি (NRC), এনপিআর (NPR), বাংলায় সবাই নাগরিক। রানাঘাটে হুঙ্কার মমতার (Mamata Banerjee)। কিছুই করেননি, তাই কমছে ভোট, পাল্টা বিজেপি। সিবিআই, আয়কর দফতরের পর কয়লাকাণ্ডের (Coal Smuggling) তদন্তে ইডি (ED)। কলকাতা থেকে কোন্নগর, গড়িয়া-সহ ১২ জায়গায় অভিযান। ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর। ডাল লেকের জলও জমে বরফ। এরই মধ্যে উপত্যকায় ভুমিকম্প।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola