ফটাফট: বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিংহ, ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেফাজত
Continues below advertisement
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিংহ-কে গ্রেফতার করল ইডি। বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেফাজত। কেডি সিংহের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি পথ থেকে অপসারিত শিশির অধিকারী (Sisir Adhikari)। ব্যবসায়ী মহম্মদ সোহরবের বাড়ি ও অফিসে আয়কর দফতরের হানা। আজ আসানসোল, রানিগঞ্জ ও জামুড়িয়ায় বেশ কয়েকটি জায়গায় কয়লা ব্যবসায়ীদের বাড়িতে ও দফতরে তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। দু'দিনের সফরে ফের রাজ্যে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কৃষি আইন বাতিলের দাবিতে এবার পথে নামল জমিয়তে উলামায়ে হিন্দ। এদিন পূর্ব বর্ধমানের গলসিতে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীরা। বর্ধমান যখন দুর্গাপুর হয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে যাচ্ছিল সেই সময় অবরোধের কারণে হওয়া যানজটে গলসির গলিগ্রামের কাছে আটকে পরে ভ্যাকসিনের গাড়ি। গঙ্গাসাগর মেলার ছাড়পত্র দিল হাইকোর্ট। মেলা ও স্নান যাত্রা দুইয়ের ছাড়পত্র দেওয়া হয়েছে। 'ই-স্নানে জোর দিক রাজ্য সরকার। ই-স্নানে আগ্রহীদের বিনামূল্যে কিট দিতে হবে।' গঙ্গাসাগর মেলার মামলায় জানিয়ে দিল হাইকোর্ট।
Continues below advertisement
Tags :
Bengal Election Fatafat KD Singh ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021