ফটাফট: করোনা আক্রান্ত বিজেপি নেত্রী উমা ভারতী, পঞ্জাবে অব্যাহত ‘রেল রোকো’ কর্মসূচি, সঙ্গে অন্য খবর
দীপিকা, শ্রদ্ধা ও সারার বয়ানে সন্তুষ্ট নয় এনসিবি। তিন তারকারই ফোন বাজেয়াপ্ত। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে রকুলপ্রীত, সিমোন ও করিশ্মার ফোন। বলিউডের ড্রাগ যোগের তদন্তে গ্রেফতার কর্ণ জোহর ঘনিষ্ঠ। অন্যদিকে একুশের নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে রদবদল। গুরুত্ব বাড়ল মুকুল রায়ের। কেন্দ্রীয় সম্পাদকের পদ হারালেন রাহুল সিনহা। পদ হারাতেই বিদ্রোহী রাহুল। কৃষি বিলের প্রতিবাদে আজও পঞ্জাবে রেল রোকো কর্মসূচি অব্যাহত। দেশে ফের বাড়ল করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত বিজেপি নেত্রী উমা ভারতী। রাজ্যে সামান্য কমল করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। পুজোর মাসেই খুলছে সিনেমাহল, ১ অক্টোবর থেকে যাত্রাপালা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অনুমতি। ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
Tags :
Farming Bill Fatafat Jaswant Singh ABP Ananda LIVE Corona Uma Bharti Abp Ananda BJP Mamata Banerjee