ফটাফট: তুফানগঞ্জে BJP-এর বুথ সম্পাদকের মৃত্যু ঘিরে বিতর্ক, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
দায়িত্ব পেয়েই তৎপর কেন্দ্রীয় নেতারা, আজ থেকে ৩ দিন ৫টি জোনের বৈঠক। মমতার আমলে বাংলায় শান্তি ফিরেছে, বহিরাগতদের দিয়ে সেই শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে, মন্তব্য সুখেন্দু শেখর রায়ের। একুশের যুদ্ধ শুরু, প্রতি মাসে দুদিন রাজ্যে থাকবেন দুদিন, JP Nadda থাকবেন তিন দিন। ভরসা নেই বাংলার নেতাদের উপর, কটাক্ষ তৃণমূলের। লোকসভায় ১৮ আসন পেয়ে অনেকে দিবাস্বপ্ন দেখছে। লোকসভার সঙ্গে বিধানসভা ভোটের তুলনা হাস্যকর। বাংলার Mamata Banerjee-র পাশে আছে। দাবি TMC সাংসদ শুখেন্দু শেখর রায়ের। Cooch Behar-এ তুফানগঞ্জে BJP-এর বুথ সম্পাদকের মৃত্যু ঘিরে বিতর্ক। পিটিয়ে মেরেছে বিজেপি অভিযোগ বিজেপির। আহত আরও দুই। পাচারের আগে BSF কর্তাদের সঙ্গে বৈঠক পাচারকারীদের। প্রতি দফার পাচারে ৪০ লক্ষ টাকার রফা, দাবি CBI সূত্রের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram