ফটাফট: আজ নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
শেষ ৪০ দিনের লড়াই। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার বেলা সোয়া ১২টায় বেলভিউতে জীবনাবসান। বয়স হয়েছিল ৮৫ বছর। কেওড়াতলা শ্মশানে গান স্যালুটে চিরবিদায় জানানো হয়। কিংবদন্তী অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার মুখ্যমন্ত্রীর। মৃত্যুর খবর পেয়েই বেলভিউ হাসপাতালে যান তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। শোকবার্তা আসে ফ্রান্স থেকেও। শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের। প্রিয় পুলুর প্রয়াণে মন ভালো নেই তাঁর জন্মস্থান কৃষ্ণনগরের। ভারাক্রান্ত রঘুনাথপুর। পাশাপাশি, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫১। আজ নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ। দিল্লির বহু এলাকাতে দেদার বাজি পুড়েছে, বেড়েছে দূষণ। কাশ্মীরে পাকিস্তানের হামলায় নিহত তেহট্টে রঘুনাথপুরেরে জওয়ান সুবোধ ঘোষকে গান স্যালুট। নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান নদীয়ার জেলাশাসক, পুলিশ সুপার, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। বাংলাকে গুজরাত করবে বিজেপি, দিলীপ ঘোষ। বারাসাতের কর্মসূচিতে আবার বিস্ফোরক দিলীপ ঘোষ। চিংড়িঘাটায় ধুন্ধুমার, কাউন্সিলারের বিরুদ্ধে ক্লাব ভাংচুরের অভিযোগ। তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আজ ভাইফোঁটা। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। সকাল থেকেই আয়োজনে ব্যস্ত বোনেরা।
Continues below advertisement
Tags :
Bhai Fonta Soumitra Chatterjee Demise Tufangaunj Chingrighata Fatafat ABP Ananda LIVE Nitish Kumar Abp Ananda Oath Taking