ফটাফট: অনুরাগের বিরুদ্ধে তদন্ত নিয়ে প্রশ্ন পায়েল ঘোষের, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনে পরিণত হল কৃষি বিল
২০১৯ সালে করণের বাড়িতে পার্টি। ভিডিও সত্য। দাবি ফরেন্সিক রিপোর্টে। ড্রাগ বিতর্কের মধ্যে মুম্বই ফিরলেন করণ। মামলা নিয়ে মুম্বইয়ে বৈঠক এনসিবির ডিজি রাকেশ আস্থানার।
৩ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে ক্ষিতিজ প্রসাদ। মুম্বইয়ে একাধিক ড্রাগ মাফিয়ার সঙ্গে যোগ। নাম জড়াচ্ছে বলিউড তারকাদেরও। ক্ষিতিজকে জেরায় মিলল তথ্য। ক্ষিতিজের বাড়িতে মেলেনি ড্রাগ। দাবি আইনজীবীর। ভাবমূর্তি নষ্টের অভিযোগে আদালতে রকুলপ্রীত।
পুলিশ বলছে তদন্ত হচ্ছে। কিন্তু মনে হয় না, অনুরাগ কাশ্যপের সঙ্গে তারা কথা বলেছে! মন্তব্য অভিনেত্রী পায়েল ঘোষের। যদিও ধর্ষণের অভিযোগের তদন্ত নিয়ে পায়েলের মন্তব্যের প্রেক্ষিতে আজ অনুরাগের প্রতিক্রিয়া মেলেনি।
দেশজুড়ে আন্দোলন অব্যাহত। এই আবহে কৃষি সম্পর্কিত তিনটি বিলেই অনুমোদন দিলেন রাষ্ট্রপতি। তিনটি বিলই আইনে পরিণত হল।
৩ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে ক্ষিতিজ প্রসাদ। মুম্বইয়ে একাধিক ড্রাগ মাফিয়ার সঙ্গে যোগ। নাম জড়াচ্ছে বলিউড তারকাদেরও। ক্ষিতিজকে জেরায় মিলল তথ্য। ক্ষিতিজের বাড়িতে মেলেনি ড্রাগ। দাবি আইনজীবীর। ভাবমূর্তি নষ্টের অভিযোগে আদালতে রকুলপ্রীত।
পুলিশ বলছে তদন্ত হচ্ছে। কিন্তু মনে হয় না, অনুরাগ কাশ্যপের সঙ্গে তারা কথা বলেছে! মন্তব্য অভিনেত্রী পায়েল ঘোষের। যদিও ধর্ষণের অভিযোগের তদন্ত নিয়ে পায়েলের মন্তব্যের প্রেক্ষিতে আজ অনুরাগের প্রতিক্রিয়া মেলেনি।
দেশজুড়ে আন্দোলন অব্যাহত। এই আবহে কৃষি সম্পর্কিত তিনটি বিলেই অনুমোদন দিলেন রাষ্ট্রপতি। তিনটি বিলই আইনে পরিণত হল।