ফটাফট: করোনা সংক্রান্ত পরামর্শের জন্য হেল্পলাইন চালু রাজ্যের, ফরওয়ার্ড পোস্টে রাজনাথ সিংহ ও অন্যান্য খবর
একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ২,১৯৮। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৪০ হাজার ২০৯ জন। কলকাতায় একদিনে করোনা সংক্রমিত ৬৪৮ জন। করোনা চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য। কোচবিহারে ৫ জন সরকারি আধিকারিক করোনা আক্রান্ত। মালদার এক অতিরিক্ত জেলাশাসকের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। কেরলে গোষ্ঠী সংক্রমণ। অন্যদিকে ফরওয়ার্ড পোস্টে রাজনাথ সিংহ। খতিয়ে দেখলেন নিরাপত্তা প্রস্তুতি। সুশান্তকাণ্ডে এবার আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ।
Tags :
ABP News Live Bengali Fatafat Community Spread ABP Ananda LIVE Cooch Behar Corona In Bengal Corona Aditya Chopra Abp Ananda