Fire at Tiljala: তিলজলায় রবার কারখানায় আগুন, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক

তিলজলার রবার ফ্যাক্টরিতে (Rubber Factory) আগুন। আজ সকালে নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন (Fire Engines)। রাবার মজুত থাকার দরুন এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। আগুন নেভাতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে দমকলকর্মীদের। চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola