Firhad Hakim: মেয়র ফিরহাদ হাকিমের ফোনে হল মানভঞ্জন, পদত্যাগ করছেন না তারক সিং
মেয়র ফিরহাদ হাকিমের ফোনে হল মানভঞ্জন। পদত্যাগ করছেন না তারক সিং। গতকাল কলকাতায় জমা জল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ফিরহাদ হাকিম। এরপরই পদত্যাগের কথা বলেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং। পরে, মেয়রের ফোন পাওয়ার পর ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News Firhadhakim Taraksingh