Firhad Hakim on Hathras Incident: হাথরাসের ঘটনার জন্য় সম্পূর্ণভাবে দায়ী যোগী সরকার: ফিরহাদ হাকিম

Continues below advertisement

Uttarpradesh News: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু। হাথরসে মৃত্যুমিছিল, সামনে আসছে একের পর এক অনিয়ম। যে ধর্মগুরুর অনুষ্ঠানে এতবড় দুর্ঘটনা, এফআইআরে নামই নেই সূরজপালের! দুর্ঘটনার আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান স্বঘোষিত ধর্মগুরু, দাবি সরকারি সূত্রের। ঘটনার পর থেকে খোঁজ নেই স্বঘোষিত ধর্মগুরু সূরজপাল ওরফে 'ভোলেবাবা'। এর আগেও একাধিক বার বিতর্কে জড়ান সূরজপাল, হাজতবাসও করেছেন। ২০০১: মৃতকে বাঁচিয়ে দেওয়ার বুজরুকির দায়ে জেলে যান 'ভোলেবাবা'। হাথরসের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম মুখ্য সেবায়েত দেবপ্রকাশ মধুকরের। হাথরসের সৎসঙ্গে ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষের ভিড়! কীভাবে এত মানুষের জমায়েত? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ। পুণ্যার্থীদের সংখ্যা গোপনের পাশাপাশি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ। 'ভোলেবাবা'র শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের। ঘটনার পর বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু সূরজপাল। মইনপুরীতে সূরজপালের মোবাইল ফোনের লোকশন মিলেছে, দাবি পুলিশ সূত্রের। ঘটনা প্রসঙ্গে কী বললেন ফিরহাদ হাকিম?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram