ফের 'রেফার রোগ', চরম ভোগান্তি দগ্ধ শিশুর

Continues below advertisement

আবার রেফার রোগী। দগ্ধ শিশুকে 'ফেরাল' পাঁচ হাসপাতাল। ২৪ ঘণ্টার মধ্যে দগ্ধ শিশুকে 'ফেরাল' পাঁচ সরকারি হাসপাতাল। দেগঙ্গা, বারসত, বিসি রায়, আরজি কর থেকে এনআরএস। পাঁচ হাসপাতাল ঘুরে অবশেষে এসএসকেএমে (SSKM) ভর্তি। এবিপি আনন্দর খবরেরে জেরে এসএসকেএমে ভর্তি নেওয়া হয় ওই শিশুকে। 'পুড়ে যাওয়া শিশুর চিকিৎসার পরিকাঠামো নেই।' দগ্ধ শিশুকে প্রত্যাখ্যানের অভিযোগ দাবি করেছে পাঁচ হাসপাতাল।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram