বিকেল ৫টা নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা হাওয়ায় উড়ে যায়। ঘটনা প্রকাশ্যে আসার পরেই লাগানো হয় নতুন ধ্বজা। বাতাসের গতিবেগ তীব্র না থাকলেও কেন উড়ে গেল মূল ধ্বজা খতিয়ে দেখছে মন্দির কর্তৃপক্ষ।