যোগ দিয়েই বিজেপি ছাড়লেন মেহতাব, দলত্যাগীদের তৃণমূলে ফেরার মুখ্যমন্ত্রীর আহ্বানকে কটাক্ষ মান্নানের
বিজেপিতে যোগ দিয়েছিলেন মঙ্গলবার। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজনীতির ময়দান থেকেই সরে দাঁড়ালেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে, ২১-শে-র ভার্চুয়াল মঞ্চ থেকে দলত্যাগীদের তৃণমূলে ফেরার আহ্বান জানান মমতা। তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান।