‘এক ঝলকে’: বাঁকুড়ায় জরুরি পরিষেবার স্টিকার লাগিয়ে বাড়ি ফেরার চেষ্টা, লকডাউন ভাঙায় ধরপাকড় মালদায়
লকডাউন চলাকালীন এলাকায় টহল দিতে গিয়ে বীরভূমে আক্রান্ত পুলিশ। পাশাপাশি বাঁকুড়ায় জরুরি পরিষেবার স্টিকার লাগিয়ে ম্যাটাডরে করে বাড়ি ফেরার চেষ্টা পরিযায়ী শ্রমিকদের, তাদের ফের কলকাতায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে লকডাউন না মানায় মালদায় চলছে ধরপাকড়।